![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F08%2F14%2F06d5c49a62301211cdc8f5d9affd9083-6117e8ce55db3.jpg%3Fjadewits_media_id%3D742073)
‘বঙ্গবন্ধু শোষণমুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু শোষণ-বঞ্ছনামুক্ত বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতেন।
শনিবার (১৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধুর চেতনায় সিভিল সার্ভিস’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ইমরান আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও পরিক্ষিত নেতা ছিলেন। তিনি আজীবন বাংলার গরীব দুঃখী মানুষের রাজনীতি করেছেন। তাঁর জীবনের দীর্ঘ ও সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ।