You have reached your daily news limit

Please log in to continue


মড়ার উপর খাঁড়ার ঘা

দামের ঊর্ধ্বগতির মধ্যেই যেভাবে চালের দাম নতুন করে বেড়েছে, তাতে আমরা উদ্বিগ্ন। বস্তুত এ সময় চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি অনেকের জন্যই মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। শুক্রবার সমকালের একটি প্রতিবেদনে আমরা দেখেছি, দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার খোলাবাজারে চাল বিক্রি করলেও বাজারে এর দাম কমছে না, বরং গত কয়েক দিনে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে।

এমন পরিস্থিতিতে বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আগে খোলাবাজারে বিক্রির ঘোষণা দিলেই চালের দাম কমে যেত। চাল বিতরণ শুরু করলে বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়ত। এখন নিয়মিত ওএমএসের পাশাপাশি বিশেষ ওএমএস কার্যক্রম শুরুর পরও চালের দাম কেন কমছে না? আমরা মনে করি, বিষয়টি খতিয়ে দেখা জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন