বেড়ানোর জায়গাগুলোতে বাড়ছে ভিড়
লকডাউন তুলে নেওয়ার পর থেকেই ঘর থেকে বের হচ্ছে মানুষ। সরকারি ছুটির দিনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। তবে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, পরছেন না মাস্ক।
শনিবার (১৪ আগস্ট) রাজধানীর সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, হাতিরঝিলে মানুষের ভিড় দেখা গেছে। তবে এখনও খুলেনি জাতীয় চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, সিনেমাহলগুলো।
খিলক্ষেত এলাকা থেকে তিন ছেলেকে নিয়ে সংসদ ভবন এলাকায় বেড়াতে এসেছেন মাজহার উদ্দিন ও তার স্ত্রী। তিনি বলেন, ‘অনেকদিন বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া হয়নি। তাদের আবদার মেটাতে এখানে আসা। আসতে পেরে তারাও বেজায় খুশি।’ মাজহার উদ্দিন বলেন, ‘অনেকেই দেখলাম মাস্ক পরছেন না, এটা আতঙ্কের। এ বিষয়ে অবহেলা ঠিক না।’