যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশ পুনর্নির্মাণে বঙ্গবন্ধুর বীরত্বপূর্ণ সংগ্রাম
বইছে শ্রাবণের অশ্রুধারা। শোকের এই মাসে আমরা নানাভাবে স্মরণ করছি জাতির পিতাকে। শত্রুরা ভেবেছিল তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যাবে বাঙালির বিজয়গাথা ও অসামান্য ইতিহাস।
নিকষ অন্ধকার সেই সময়টায় বিশ্বাসঘাতকের দল বলছিল তিনি নাকি আমাদের এই জয়যাত্রায় কেউ নন। তার উত্তরে কবি মহাদেব সাহা লিখেছিলেন ‘এই নাম স্বতোৎসারিত’। এই কবিতায় তিনি আরো বলেছিলেন, “..কিন্তু বাংলাদেশের আড়াইশত নদী বলে,/ তুমি এই বাংলার নদী, সবুজ প্রান্তর/ তুমি এই চর্যাপদের গান, তুমি এই বাংলা অক্ষর”। তাই তো কবি শামসুর রাহমান তাঁর ‘ধন্য সেই পুরুষ’ কবিতায় লিখেছেন, “ধন্য সেই পুরুষ, যাঁর নামের ওপর রৌদ্র ঝরে/ চিরকাল, গান হয়ে/ নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যাঁর নামের ওপর/ কখনো ধুলো জমতে দেয়না হাওয়া”। কবি মনে করেন এ সেই পুরুষ “যাঁর নামের ওপর পতাকার মতো/ দুলতে থাকে স্বাধীনতা”।