![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/14/taliban-kabul-140821-01.jpg/ALTERNATES/w640/taliban-kabul-140821-01.jpg)
তালেবান ‘কাবুলের সাত মাইলের মধ্যে’
তালেবান বিদ্রোহীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের সাত মাইল দক্ষিণে চার আসিয়াব জেলায় পৌঁছে গেছে বলে স্থানীয় এক আইনপ্রণেতা আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন। বিবিসি জানিয়েছে, আফগানিস্তান সরকার যদি এ তথ্য নিশ্চিত করে তাহলে এটিই হবে কাবুলের সবচেয়ে কাছে তালেবানের সর্বশেষ অবস্থান এবং রাজধানী থেকে বিদ্রোহীদের দূরে রাখার জন্য লড়াই করে আসা আফগান বাহিনীগুলোর জন্য আরেকটি ধাক্কা।