‘করোনার কারণে দরিদ্রের সংখ্যা ৪২ শতাংশ, গবেষণার তথ্য সঠিক নয়’

বাংলা ট্রিবিউন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ১৬:০৭

করোনাকালীন পরিস্থিতির কারণে দরিদ্র লোকের সংখ্যা ৪২ শতাংশ হয়েছে, কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বলেন, তাদের সমীক্ষা পদ্ধতি গ্রহণযোগ্য নয়। এমনকি বাংলাদেশের অর্থনীতি নিয়ে তাদের প্রক্ষেপণগুলো বাস্তবসম্মত নয়।


শনিবার (১৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এলডিসির চ্যালেঞ্জ উত্তরণের সরকারের প্রস্তুতি নিয়ে ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, গবেষণা প্রতিষ্ঠান সানেম কর্তৃক অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা না করে শুধু কোভিড রেসপন্স প্ল্যান করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা সংবিধান বিরোধী। করোনার কারণে অর্থনীতিতে আঘাত এসেছে এবং তা উত্তরণে সরকার যথাযথ কর্মসূচি গ্রহণ করেছে। তবে এটি সত্য যে আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় এখনও দীর্ঘমেয়াদি লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়। দুর্নীতি না থাকলে প্রবৃদ্ধি আরও বাড়তো বলেও মনে করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও