সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়েছে
ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ ছাড়া ছাতক শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছিল। তবে সীমান্ত নদী যাদুকাটার পানি ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে।
এদিকে পর্যটনখ্যাত উপজেলা তাহিরপুরে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের দুই জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ায় এই দুর্ভোগ তৈরি হয়েছে। আনোয়ারপুর সেতুর নিচের অংশ পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়া শক্তিয়ারখলার ১০০ মিটার সড়ক ডুবে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভোগান্তি
- নদ-নদী
- নদীর পানি বৃদ্ধি