কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিছু পুলিশের অপরাধ ভাবাচ্ছে ঊর্ধ্বতনদের

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ১২:৫৯

করোনা মহামারির শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ দাফন থেকে শুরু করে বাসায় খাবার পৌঁছে দেওয়ার মতো অনেক মানবিক দায়িত্ব পালন করেছেন। এতে পুলিশ বাহিনী বেশ প্রশংসিত হয়েছে। তবে কিছু সদস্যের অপরাধমূলক কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে সংস্থাটিকে। সম্প্রতি কিছু পুলিশ সদস্যের অপরাধমূলক কাজ ভাবিয়ে তুলেছে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও।


১০ আগস্ট ফেনীতে পুলিশ সদস্যদের অসাধু একটি চক্র স্বর্ণ ব্যবসায়ীকে জিম্মি করে স্বর্ণ লুট করে। এ ঘটনা আলোচিত হয় দেশব্যাপী। ঘটনায় মামলা দায়ের হলে গ্রেফতার করা হয় পুলিশের ছয় সদস্যকে। তারা হলেন, ডিবির পরিদর্শক সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা।


চট্টগ্রামের আনোয়ারায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হয় পুলিশের ছয় সদস্য। তারা হলেন কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও মোর্শেদ বিল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও