করোনায় শুটিং লাইট হাউজগুলোয় শুধুই অন্ধকার

বণিক বার্তা প্রকাশিত: ১৪ আগস্ট ২০২১, ১২:০৩

শিল্পী একা কিংবা সহশিল্পীদের নিয়ে ক্যামেরার সামনে সংলাপ বলেন, অভিনয় করেন। ক্যামেরার পেছনে থাকেন অনেক মানুষপরিচালক, ভিডিওগ্রাফার, লাইটম্যান, মেকআপম্যান তো থাকেনই। আরো থাকেন তাদের চার-পাঁচজন করে সহযোগী এবং প্রডাকশন সামলানো একঝাঁক মানুষ। শুটিং শেষে শুরু হয় পোস্ট-প্রডাকশনের কাজ। ভিডিও এডিটিং, মিউজিক কম্পোজিং, কালার গ্রেডিংসহ কত কাজ শেষে একটি নাটক বা সিনেমা আমাদের সামনে আসে। আমরা দেখি শুধু নায়ক-নায়িকা তথা ক্যামেরার সামনের শিল্পীদের। ১ ঘণ্টার একটা নাটক মানে বিশাল কর্মযজ্ঞ। শতাধিক মানুষের সম্পৃক্ততা। তাদের আয়-রোজগারে চলে সংসার। একটা নাটকের সঙ্গে জড়িয়ে থাকে কয়েকশ মানুষের জীবনযাপন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও