বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কেন?

প্রথম আলো আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১৪:১৮

ছুটির দিনে বৃষ্টিভেজা সকাল ছিল আজ। যাঁরা বর্ষা নিয়ে রোমান্টিসিজমে ভোগেন না, তাঁদের কাছেও ছুটির দিনে বৃষ্টিভেজা সকাল দেখতে খারাপ লাগে না। কারণ, বৃষ্টির মধ্যে পানি ভেঙে (কোনো কোনো এলাকার জন্য প্রযোজ্য), কাদায় জুতা মাখামাখি করে, অন্য দিনের চেয়ে দ্বিগুণ ভাড়া দিয়েও দেরিতে কর্মস্থলে পৌঁছানোর বিরক্তির মধ্যে পড়তে হয় না। তবে থেমে থেমে ঝিরঝিরে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমেনি। আবহাওয়াবিদ বলছেন, জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ কিছুটা কম হওয়ার কারণে এমন গরম অনুভূত হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশের তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে সারা দেশেই এক-দুই পশলা বৃষ্টি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও