জুমআর দিন যেসব কারণে বিশেষ মর্যাদার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২১, ১০:৪৭
মুসলিম উম্মাহর কাছে জুমআ’র দিন অনেক মর্যাদার। আল্লাহ তাআলা যেসব দিন-ক্ষণ-মাস ও মুহূর্তকেও বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য দান করেছেন, তার মধ্যে জুমআর দিন অন্যতম। যেসব কারণে জুমআর দিন বিশেষ মর্যাদার তাহলো-
> শ্রেষ্ঠ দিন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘নিঃসন্দেহে জুমুআ’র দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহ তাআলার কাছে তা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও উত্তম।’ (ইবনে মাজাহ)
বিশ্বনবি আরো বলেন, ‘যে সব দিনগুলোতে সূর্য উদিত হয়; তন্মধ্যে সর্বোত্তম হলো জুমআ’র দিন। সেই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং সেই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং সেই দিনেই জান্নাত থেকে তাকে বের করা হয়েছে।’ (মুসলিম)