![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F13%2Fhighcourt.jpg%3Fitok%3DgRHcGJuG)
পুলিশের ওপর বোমা হামলা : মিশুক খান মিজানের জামিন স্থগিত
দুবছর আগে রাজধানীর গুলিস্তানে পুলিশ বক্সের কাছে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার মিশুক খান মিজানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে এ আদেশ দেন আদালত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বোমা হামলা
- জামিন স্থগিত