পরীমণিদের জন্য 'ওয়েক আপ কল'
করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমকালে আবদুল গাফ্ফার চৌধুরীর কলাম পড়লাম, বিষয় চিত্রনায়িকা পরীমণি। বর্ষীয়ান এই কলামিস্ট আশঙ্কা প্রকাশ করেছেন- পরীমণির ক্যারিয়ার চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। জেলের ভাতও খেতে পারে। এক ব্যবসায়ী বন্ধুর উদ্ৃব্দতি দিয়ে তিনি মুম্বাইয়ের এক নায়িকার কথা লিখেছেন। নিদারুণ নির্যাতন হয়েছিল তার ওপর। সেই নায়িকার রূপের দেমাগ ছিল। ক্লাবে যেত, মাদক সেবনও করত একটু-আধটু। মুম্বাইয়ের এক ধনী ব্যবসায়ীর পুত্র তাকে বাসায় ডেকে নিয়ে শ্নীলতাহানির চেষ্টা করেছিল। তিনি বাসায় ফিরে ওই মাড়োয়ারিপুত্রের বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি ওই মাড়োয়ারি ব্যবসায়ীর শক্তির সীমা বুঝতে পারেননি। ওই নায়িকার বিরুদ্ধে মামলা সাজিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং বাকি জীবনটা তাকে কাটাতে হয় কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এবং দারিদ্র্যকে সঙ্গী করে।