দ্বিতীয় দফায় বেড়েছে মুরগির দাম
এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগির কেজিপ্রতি যে দাম ছিল, গতকাল বৃহস্পতিবার ওই দাম থেকে অন্তত ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে। আর সোনালিকা মুরগিও কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দামে বিক্রি করা হয়।
গতকাল রাজধানীর মিরপুর-১–এর শাহ আলী মার্কেট কাঁচা বাজার, মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার ও কারওয়ান বাজারের খুচরা বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৪০ থেকে ১৪৫ টাকা ও সোনালিকা (কক) মুরগি গতকাল ২৩৫ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, দেশজুড়ে কঠোর বিধিনিষেধ ও কোরবানির ঈদের কারণে মাঝে দুই সপ্তাহ বাজারে মুরগির চাহিদা তুলনামূলকভাবে কম ছিল। এতে জুলাইয়ের শেষ সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজিপ্রতি দাম ছিল ১২৫-১৩০ টাকা। তখন সোনালিকা মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২১৫ টাকায় বিক্রি হয়েছিল।