
সম্পাদক সমীপেষু: শিক্ষা কি আছে?
তাজুদ্দিন আহ্মেদের ‘শিক্ষা আছে, চাকরি নেই’ শীর্ষক প্রবন্ধের (৩-৮) পরিপ্রেক্ষিতে কয়েকটি কথা উল্লেখ করতে চাই। লেখক বলেছেন, আমাদের বঙ্গে শিক্ষা আছে, চাকরি নেই। চাকরি যে নেই তার প্রমাণ, অতিমারিতে হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার দৃশ্য। নিজের রাজ্যে কাজের ভাল সুযোগ থাকলে কেউ কি আপনজন ছেড়ে শুধু কিছু রোজগারের জন্য বছরের পর বছর বাইরে পড়ে থাকে! অতিমারিতে যাঁরা পরিযায়ী শ্রমিক বলে পরিচিত হয়েছেন, তাঁরাই মানবসম্পদের সিংহভাগ, যাঁদের সদ্ব্যবহার করার ব্যবস্থা স্বাধীনতার প্রায় ৭৫ বছর পরেও এই বঙ্গে তৈরি হয়নি। উপরন্তু, বহু কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে বেকারত্বের সংখ্যা ক্রমবর্ধমান।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষা
- কর্মসংস্থান
- চিঠি