ভিডিও স্টোরি: কলকারখানার বর্জ্যে দূষিত নদী

ডেইলি স্টার প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ২১:৩১

ময়লা, দুর্গন্ধযুক্ত কালো পানিতে রাস্তা, মাঠ এমনকি ঘরবাড়ি ডুবে আছে। চলতে গেলে পা পানিতে ডুবছে নাকি আলকাতরায়, তা বোঝার উপায় নেই।


পুরো এলাকাই যেন আবর্জনার ভাগার। টঙ্গীর পাগার এলাকার প্রতি বর্ষার চিত্র এটি। আশেপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে নদী, ডোবা আর মাটিতে। একটু বৃষ্টি হলেই সেই আবর্জনা পুরো এলাকাকে করে তোলে বিষাক্ত রাসায়নিকের নর্দমা।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে