হোম অফিসে বেতন কাটবে গুগল
দেড় বছরের বেশি সময় ধরে বদলে গেছে পৃথিবীর গতিবিধি। অতিমারির প্রকোপে স্কুল থেকে অফিস—অনেক কিছু্ই এখন ঘরের চার দেয়ালের মধ্যেই। ‘ওয়ার্ক ফ্রম হোম’ শব্দগুলো এখন যাপিত জীবনে নিত্যনৈমিত্তিক হয়ে গেছে।
বিশ্বের বহুজাতিক সংস্থাগুলো বাড়িতে বসেই কর্মীদের কাজ করার সুযোগ দিয়েছে। কিন্তু এবার সে পরিস্থিতিতেই উল্টো পুরাণও দেখা গেল। প্রযুক্তিবিষয়ক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা স্থায়ীভাবে বাড়ি থেকেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের বেতন কিছু কাটা হবে।