করোনাভাইরাসের প্রভাবেই কি চাকরিতে ঝুঁকছেন তারকারা?

যুগান্তর প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ১২:০৭

২০২০ সালের মার্চ মাসে প্রথম লকডাউন দেওয়া হয় বাংলাদেশে। সারা দেশেই জরুরি সেবা ছাড়া সব ধরনের কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। কর্মহীন হয়ে পড়েন চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ীরাও। দীর্ঘদিনের লকডাউনের কারণে অর্থনীতির ওপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব পড়ে। অন্যান্য সেক্টরের মতো বিনোদন অঙ্গনের তারকাশিল্পী থেকে শুরু করে নির্মাতা-নাট্যকাররাও কর্মহীন হয়ে পড়েন। এর সঙ্গে শুটিংসংশ্লিষ্ট মানুষ বেকায়দায় পড়ে যান। এদের বিশাল একটি অংশ ঢাকা ছাড়েন। প্রথমবার লকডাউন শেষে কিছুদিন বিধিনিষেধ দিয়ে অফিস-আদালত-ব্যবসা প্রতিষ্ঠান খুললেও আবারও লকডাউনের খপ্পরে পড়ে দেশের বিনোদন জগৎও। এর কারণে পেশা পরিবর্তন কিংবা আপৎকালীন নতুন কাজে যোগ দিয়েছেন অনেকেই।


অভিনেতা আজিজুল হাকিম চলতি বছরের জানুয়ারিতে দেশীয় শিল্প প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসাবে চাকরিতে যোগ দিয়েছেন। পাশাপাশি নিয়মিত অভিনয়ও করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার কারণেই যে আমি চাকরিতে যোগ দিয়েছি, তা কিন্তু নয়। আসলে করোনাকাল শুরুর অনেক আগে থেকেই আমি চাকরিতে যোগ দেওয়ার প্রস্তাব পাচ্ছিলাম। তখন সেই প্রস্তাবগুলো আমার ভালো লাগেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও