রোহিঙ্গাদের জাতিগত শোধনের পক্ষে বিশ্বব্যাংক?
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের প্রশ্নে বিশ্বব্যাংকের সাম্প্রতিক কিছু বক্তব্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রকাশিত সংবাদ, মতামত, সাক্ষাৎকার ইত্যাদির ভিত্তিতে যা তথ্য পাওয়া যাচ্ছে, তার মোদ্দা কথাটা এ রকম—
ক. জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া তথ্যের ভিত্তিতে বিশ্বব্যাংক শরণার্থীনীতির রূপরেখা (রিফিউজি পলিসি রিভিউ ফ্রেমওয়ার্ক—আরপিআরএফ) তৈরি করেছে। এর মূল সুর হচ্ছে আশ্রয় গ্রহণকারী দেশে শরণার্থীদের রেখে দেওয়া।