![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-05%252F9d89b6fc-2c55-433c-8c87-6e46cd398ce7%252FUntitled_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সর্বজনীন এক ডোজ টিকাই রুখতে পারে বিশ্বমারি
ধরা যাক, দুর্ভিক্ষ চলছে। মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে। আপনার কাছে ১০০ বেলার খাবার আছে। যদি প্রশ্ন করা হয়: আপনি ৫০ জনকে দুই বেলা খাওয়াবেন, নাকি ১০০ জনকে এক বেলা খাওয়াবেন? সবার উত্তর আশা করি একই রকম হবে: চেষ্টা করতে হবে যত বেশিসংখ্যক মানুষকে বাঁচানো যায়। কিন্তু এখন যদি বিবেচনাটি হয়, মহামারিকালে আপনার হাতে থাকা এক কোটি টিকা আপনি দুই ডোজ করে ৫০ লাখ মানুষকে দেবেন, নাকি এক ডোজ করে দিয়ে এক কোটি মানুষের জীবন বাঁচাবেন? এখানে সম্ভবত আমরা একমত হতে পারব না। কেউ কেউ বলবেন, ‘এক ডোজ কোনো কাজে লাগবে না, এক কোটি মানুষকে বাঁচাতে গিয়ে কাউকেই রক্ষা করা যাবে না।’
কিন্তু বিজ্ঞান সে কথা বলছে না। ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া তথ্য অনুসারে, ফাইজার ও মডার্নার এক ডোজ টিকা ৭০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়।