অরণ্য জনপদ: যেখানে রাত্রি নামে সন্ধ্যার আগে

ডেইলি বাংলাদেশ রাঙ্গামাটি প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১৮:৩৭

সন্ধ্যা নামার তখনও ঢের বাকি। খোশগল্প আর আড্ডা জমেছে বেশ। একই সঙ্গে চলছে বাগানের নির্ভেজাল চায়ের কাপে দেদারসে চুমুক। বলা নেই কওয়া নেই-সময়ের অনেক আগে হঠাৎ রাত্রির অন্ধকার নেমে আসলো। ঘড়ি দেখলাম, না সময় তো ঠিকই আছে। অরণ্যে ঘেরা পাহাড়ের উপরের সেমি পাকা আসাম’ স্থাপত্যের বাংলোকে যেন ঘিরে ধরল নিকষ কালো অন্ধকার। বিস্মিত হয়ে জানতে চাইলাম, কী ব্যাপার! ’বনের কাজ কারবার আলাদা, এখানে রাত্রি নামে সন্ধ্যার আগে। আবার দিনের আগেই ফুটে উঠে সূর্যের আলো’ জানতে পারলাম প্রতিত্তোরে। প্রকৃতির বিচিত্র এ লীলাখেলায় সত্যিই অভিভূত হলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে