কমে পেলেও বেশি দামে প্রায় ৪ লাখ ট্যাব কেনার ছক

ঢাকা পোষ্ট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১৬:৫৫

‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ শীর্ষক প্রকল্পের আওতায় ডিজিটাল জনশুমারির জন্য ৩ লাখ ৯৫ হাজার ট্যাব কিনতে চায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এজন্য তারা টেন্ডার আহ্বান করেছে। তবে এমন সব শর্ত আরোপ করা হয়েছে যে মাত্র দুটি কোম্পানি টেন্ডারে অংশ নিতে পেরেছে। এ দুটির মধ্যেও আবার ট্যাব সরবরাহে যারা বেশি টাকা চেয়েছে, তাদেরকেই পছন্দ বিবিএসের!  


মূল প্রকল্পটি একনেকে অনুমোদন পায় ২০১৯ সালের ২৯ অক্টোবর। অনুমোদিত প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ১ হাজার ৭৬২ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ১৮৩ কোটি ১১ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও