চাঁদপুরে অনির্দিষ্টকালের জন্য টিকাদান বন্ধ

ঢাকা পোষ্ট চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১৩:৪৯

চাঁদপুরে টিকার সংকট থাকায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১১ আগস্ট) সকাল থেকে জেলার কোনো টিকাদান কেন্দ্রে করোনার প্রথম ডোজ দেওয়া হচ্ছে না। সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, শুরুতে জেলায় করোনার টিকা গ্রহণে আগ্রহ না থাকলেও সম্প্রতি টিকা নেওয়ার হার ব্যাপকভাবে বেড়েছে। এ অবস্থায় টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে জেলায় অনির্দিষ্টকালের জন্য প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনার টিকার দ্বিতীয় ডোজও বুধবার (১১ আগস্ট) পর্যন্ত বন্ধ রয়েছে। তবে যারা দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন শুধু তারাই টিকাদান কেন্দ্রে এলে মজুদ থাকা সাপেক্ষে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও