বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:৫৯
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে বগুড়া ২ জন, অন্য জেলার ১ জন বাসিন্দা ও উপসর্গে মৃত্যু হয়েছে ৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৩ জন, সুস্থ হয়েছেন ১২৮ জন। বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনায় মৃত বগুড়ার বাসিন্দারা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোনাতলা উপজেলার রাবেয়া বেগম (৫৩) ও সদরের ইমতাজুর রহমান (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া মোহাম্মদ আলী হাসপাতালে অন্য জেলার একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জেলা বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে ২ জন করোনায় মারা যাওয়ায় সরকারিভাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬০৬ জনে।