কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একের পর এক অজগর যে কারণে লোকালয়ে বেরিয়ে আসছে

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:৫৫

প্রাণীবিদরা বলছেন, অজগর লোকালয়ের কাছাকাছি থাকা প্রজাতির সাপ নয়। কিন্তু গত এক মাসে লোকালয়ে বেরিয়ে আসা অন্তত ছয়টি বিরাটাকায় অজগর ধরা পড়েছে। সবগুলোকেই উদ্ধার করা হয়েছে কৃষক বা খামারীদের পেতে রাখা জালে আটকে পড়া অবস্থায় এবং পরে সেগুলোকে উম্মুক্ত বনভূমিতে ছেড়ে দেয়া হয়েছে।


জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের কৃষক হাফিজুর রহমান জুলাই মাসের মাঝামাঝি সময়ে তার বীজতলায় গিয়ে বিস্ময় আর ভয়ের সঙ্গে দেখতে পান, বীজতলা ঢাকার জালে আটকে আছে বিশাল এক অজগর।


তিনি কোন ব্যবস্থা নেয়ার আগেই ভয় পেয়ে সাপটিকে পেটাতে শুরু করেন তার সাথে থাকা আরেকজন।


কিন্তু অনেকক্ষণ আটকে থেকে সাপটিও তখন প্রায় নির্জীব হয়ে আছে।


এদিকে, তাদের চিৎকারে মুহূর্তে লোকজন জমে যায়।


তাদের মধ্য থেকেই একজন বলেন না মেরে বনবিভাগে খবর দিতে।


বিবিসিকে তিনি বলছিলেন, "এত বড় অজগর জীবনে দেখি নাই, কোথা থেকে এলো বুঝতে পারছিলাম না। বিপদ না ঘটায় ফেলে এই চিন্তায় ছিলাম সর্বক্ষণ।"


এক পর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশের সাহায্যে অজগরটিকে শেরপুর বনবিভাগের মাধ্যমে শেরপুর মধুটিলা বনাঞ্চলে উন্মুক্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত