কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খাগড়াছড়িতে দুই ঝর্ণার মোহনা দেখতে দর্শনার্থীদের ভিড়

যুগান্তর প্রকাশিত: ১১ আগস্ট ২০২১, ১২:৩৩

খাগড়াছড়িতে দিন দিন বাড়ছে পর্যটকদের আগমন। এরই মধ্যে জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের বিষ্ণু কাবারিপাড়ায় সন্ধান মিলেছে নতুন ঝর্ণার। এর নাম রাখা হয়েছে 'তৈছামা' যার বাংলা অর্থ দাঁড়ায়— ঝর্ণার মা।


ত্রিপুরা শব্দ তৈ অর্থ পানি, ছা অর্থ ছড়া এবং তৈছামা অর্থ ঝর্ণার মা।  এখানে দুদিকের দুটো ঝর্ণা একত্রে মিলিত হয়েছে। ঝর্ণার এ মিলনস্থলকে বলা হচ্ছে তুয়ারি মাইরাং। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে নতুন সন্ধান পাওয়া ঝর্ণা দেখতে স্থানীয় পর্যটক ছাড়াও বাইরে থেকে আসছেন অনেকেই।


তৈছামা ঝর্ণা পৌঁছাতে পাড়ি দিতে হয় ছোট-বড় পাহাড়, জুম ক্ষেত, স্রোতস্বিনী ঝিরি ও পাথুরের রাস্তা। লোকালয় থেকে হেঁটে সেখানে পৌঁছাতে সময় লাগে মাত্র ১ ঘণ্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও