You have reached your daily news limit

Please log in to continue


নতুন বাস্তবতায় শিক্ষার্থীদের মানসিক অবস্থা

আমরা জানি, করোনা মহামারির প্রভাব সর্বত্র বিস্তার করেছে। এই বিপর্যয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার আমাদের শিক্ষার্থীরা। বিশেষ করে করোনার আঘাতে নিঃস্ব পরিবারগুলো তাদের সন্তানদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো অবস্থায় আছে কিনা, তা নিরূপণ প্রয়োজন। তেমনি বিকল্প পাঠদান পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হওয়া বা তার সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জাম সর্বক্ষেত্রে নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা বা আদৌ সম্ভব হবে কিনা, সেটি নিরূপণ করাও জরুরি। দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে অনলাইন ক্লাস, ক্ষেত্রবিশেষে পরীক্ষা কার্যক্রমও শুরু করেছে। রাজধানী, বিভাগীয় ও জেলা শহরের অনেক বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে। স্কুল ও কলেজে শিক্ষকরা ক্লাসের ভিডিও আপলোড করে শিক্ষাদান চালিয়ে যাচ্ছেন, যদিও সর্বক্ষেত্রে এসব সুবিধার আওতায় সব শিক্ষার্থীকে আনা যাচ্ছে না। তবুও সারাদেশে অ্যাসাইনমেন্ট ও অন্যান্য পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্তরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন