![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252F25e3cb6d-2b50-43af-bef7-40643fcf3ee3%252F045149JAMALPUR_DH0563_20210809_JAMALPUR_PIC_1.jpg%3Frect%3D0%252C109%252C2100%252C1181%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
কুশলনগর গ্রাম বিলীনের আশঙ্কা
দশানী নদীর ভাঙনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুশলনগর গ্রামের প্রায় এক কিলোমিটার বিলীন হয়ে গেছে। সাত বছর ধরে ভাঙন চলছে। ভাঙনে ফসলি জমি, ফলের বাগান, রাস্তা ও শতাধিক বসতভিটাও নদীতে চলে গেছে। নদীভাঙনের কারণে হুমকিতে রয়েছে শতাধিক বসতভিটা। নদীভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা না নিলে পুরো কুশলনগর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।
এ বিষয়ে পাউবো জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ বলেন, কুশলনগর গ্রাম পরিদর্শন করে ভাঙন ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।