১৫ স্বর্ণের বারসহ ৬ গোয়েন্দা কর্মকর্তা গ্রেপ্তার
ডাকাতির অভিযোগে ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিন এসআই ও দুই এএসআইসহ মোট ছয় জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ফেনী ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, মোতাহার হোসেন ও নুরুল হক এবং এএসআই অভিজিৎ রায় ও মাসুদ রানা।
আজ বুধবার ভোররাত পৌনে ১টার দিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় উল্লেখ করে তিনি বলেন, 'বিশটি স্বর্ণের বার ডাকাতির অভিযোগে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে