![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/08/10/og/221613_bangladesh_pratidin_zzzzzzz119.png)
বাড়ছে উত্তেজনা, বিপজ্জনক অভিযানে ইসরায়েলি সাবমেরিন
ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা বেড়েই চলছে। এরইমধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের একটি সাবমেরিন লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি বাবুল মান্দেব প্রণালী পার হয়ে পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিতে পারে এবং ধারণা করা হচ্ছে তার সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ইরান।