বিসিকের আঞ্চলিক কার্যালয় হচ্ছে ময়মনসিংহে
ময়মনসিংহে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন আঞ্চলিক কার্যালয়। সোমবার আটতলা বিশিষ্ট এ ভবনের ভিত্তি স্থাপন করেছেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান। প্রাথমিকভাবে ছয়তলা নির্মাণ করা হবে এ ভবনের। মঙ্গলবার (১০ আগস্ট) বিসিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিকের সেবা বিকেন্দ্রীকরণ ও সহজীকরণের লক্ষ্যে চারটি বিভাগীয় শহরে (ময়মনসিংহ, রংপুর, সিলেট ও খুলনায়) আরও চারটি নতুন আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে।