Typhoid: বাড়ির খুদে টাইফয়েডে ভুগছে? ওষুধের পাশাপাশি আর কোন দিকে খেয়াল রাখবেন?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১০ আগস্ট ২০২১, ১৫:৪৯
করোনাকালে অন্য অসুখগুলি নিয়ে আলোচনা কমে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে, সেগুলি আর হচ্ছে না। অন্য রোগের জীবাণুও আগের মতো সংক্রমণ ঘটাচ্ছে। এই তালিকায় একেবারে উপরেই রয়েছে টাইফয়েডের নাম। ব্যাকটিরিয়া থেকে হওয়া এই সংক্রমণে বেশি মাত্রায় ভোগে শিশুরা।
টাইফয়েডের ব্যাকটিরিয়া প্রথমে খাদ্যনালীতে সংক্রমণ ঘটায়। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে রক্তে। তাতে জ্বর আসে। একই সঙ্গে দেখা দেয় পেটের নানা সমস্যা। ঘরোয়া উপায়ে এই সমস্যা কিছুটা কমানো যায়। জেনে নিন কী ভাবে।