![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/10/us-afghans-defend-country-100821-01.jpg/ALTERNATES/w640/us-afghans-defend-country-100821-01.jpg)
দেশ রক্ষার দায়িত্ব আফগানদের: যুক্তরাষ্ট্র
আফগানিস্তানকে রক্ষা করা দেশটির নিরাপত্তা বাহিনীর দায়িত্ব বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার তালেবান সীমান্ত শহর ও বাণিজ্যিক রুটগুলোসহ দেশটির ষষ্ঠ প্রাদেশিক রাজধানীর দখল নেওয়ার পর যুক্তরাষ্ট্র এ মন্তব্য করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।