মোবাইল ইন্টারনেটের গতিতে কেন পিছিয়ে
মোবাইল ইন্টারনেটের গতির বিশ্বসূচকে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। এ অবস্থান নির্দেশ করে- ডিজিটাল বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে গ্রাহকসেবার মানে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। কারণ ইন্টারনেট অবকাঠামো এবং ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল কর্মকাণ্ডের নিট ফল হচ্ছে এর গতি। গ্রাহক শেষ পর্যন্ত যে গতিতে সেবা পাচ্ছেন, সেটাই নির্দেশ করে আমাদের অগ্রগতি সত্যি কতটা হলো। মোবাইল ইন্টারনেটের গতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯০ শতাংশের বেশি প্রকৃতপক্ষে মোবাইল ইন্টারনেটের ওপর নির্ভরশীল।