You have reached your daily news limit

Please log in to continue


জবাবদিহিতা ও দায়বদ্ধতা

রাষ্ট্রব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে হিসাবদিহিতা-জবাবদিহিতা-দায়বদ্ধতার অপরিহার্যতার ব্যাখ্যা-বিশ্নেষণ নতুন করে নিষ্প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার বাস্তবায়ন অবশ্যই দুরূহ থেকে যাবে যদি এসব ব্যবস্থা নিশ্চিত করা না যায়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে আমাদের জাতিগত কিংবা রাজনৈতিক কিছু সুস্পষ্ট অঙ্গীকার ছিল। যে প্রত্যয়ে আমরা এই স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম; এর বাস্তবায়ন কি আজও সম্ভব হয়েছে? এ প্রশ্নের উত্তর নিশ্চয় অন্তহীন নয়। আমরা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ প্রশ্নটা করতেই পারি- একটি জাতির কাছে ৫০ বছর কি কম সময়? উত্তরটা হতে পারে- মহাকালের হিসাবের নিরিখে সময়টা বেশি নয়। কিন্তু আমাদের সামনে এমন অনেক দৃষ্টান্তই আছে, বিগত ৫০ বছরে বিশ্বের অনেক দেশই উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। অস্বীকার করা যাবে না, আমরাও বিগত ৫০ বছরে এগিয়েছি; উন্নয়ন-অগ্রগতির সড়ক আমাদেরও চওড়া কম নয়। কিন্তু কাঙ্ক্ষিত যাত্রার নিরিখে তা যে যথেষ্ট নয়- এ সত্যও মেনে নিতে হবে। আমাদের অনেক সম্ভাবনা বিনষ্ট হয়েছে। অনেক অর্জনের বিসর্জনও ঘটেছে এবং একটি দেশ ও জাতির জন্য দুর্নীতি নামক ব্যাধি সবচেয়ে যে দুর্ভাগ্যজনক বিষয়, তা এখনও আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন