![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/08/online/photos/Untitled-15-samakal-611161bf9eea2.jpg)
নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ডের নজির
পৃথিবীতে বহু রাষ্ট্রনেতা ও বিশ্বনেতা নিহত হয়েছেন; তাতে সন্দেহ নেই। আব্রাহাম লিঙ্কন থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী, মার্টিন লুথার কিং থেকে ইন্দিরা গান্ধী- রাজনৈতিক হত্যাকাণ্ডের শেষ নেই। কিন্তু নির্মমতা, নৃশংসতা, ব্যাপকতা, নীচতা, ঘৃণ্যতা, বীভৎসতা, পৈশাচিকতার দিক থেকে পৃথিবীর সর্বকালের সব হত্যাকাণ্ড বহুগুণ ছাপিয়ে গেছে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংসতম হত্যাকাণ্ড।
পঁচাত্তরের ১৫ আগস্ট বিপথগামী সেনা সদস্যরা বাংলাদেশ ও বাঙালি জাতীয়তাবাদ নির্মূল করার সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নিশ্চিহ্ন করতে গিয়ে যে চরম ক্রূরতা, কুটিলতা, নীচতা, বিশ্বাসঘাতকতা, দেশদ্রোহের পরিচয় দিয়েছে, তার প্রতিতুলনা বাংলাদেশে বা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে নিহতের তালিকায় অন্তঃসত্ত্বা বা নববিবাহিত তরুণী অথবা দুগ্ধপোষ্য শিশুরা ছিল না, যেমন ছিল পঁচাত্তরের আগস্ট হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে।