নোয়াখালীল সেনবাগে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (০৯ আগস্ট) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইখস্তা আশ্রয়ণ প্রকল্পের মাঠে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর ও মইশায়ের বাসিন্দারা মধ্যে দুই দলে ভাগ হয়ে স্থানীয় পাইখস্তা আশ্রয়ণ প্রকল্পের মাঠে ফুটবল খেলতে আসে। ওই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। এ সময় এর জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।