নিউ জিল্যান্ড থেকে শুরু হবে রকেট ল্যাবের চন্দ্রাভিযান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২১, ১৮:৫১
চাঁদের উদ্দেশ্যে ২০২১ সালেই যাত্রা শুরু করবে রকেট ল্যাবের মহাকাশযান। মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে নিউ জিল্যান্ডে অবস্থিত নিজ লঞ্চ প্যাড থেকে শুরু হবে তাদের ‘ক্যাপস্টোন’ মিশন।
নাসার ‘আর্টেমিস’ প্রকল্পের অগ্রণী মিশন হিসেবে কাজ করবে রকেট ল্যাবের ‘সিসলুনার অটোনোমাস পজিশনিং সিস্টেম টেকনোলজি অপারেশনস অ্যান্ড নেভিগেশন এক্সপেরিমেন্ট’ বা ‘ক্যাপস্টোন’। চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে মহাকাশযানের ‘প্রোপালশন সিস্টেমের’ কার্যকারিতা এবং দুটি মহাকাশযানের মধ্যকার ‘নেভিগেশন সিস্টেমের’ কার্যক্ষমতা যাচাই করে দেখবে মিশনটি।
- ট্যাগ:
- বিজ্ঞান
- রকেট
- চন্দ্র
- মহাকাশ যান
- চাঁদে মহাকাশযান