মাইক্রোবাসচালক লিটন হত্যা : ২ জনের মৃত্যুদণ্ড আপিলে বহাল
২০০৫ সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের কামারখন্দে লিটন আলী নামে এক মাইক্রোবাসচালককে হত্যার দায়ে গাড়ি ছিনতাই চক্রের দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা তাদের আপিল খারিজ করে সোমবার (৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।
আসামিরা হলো- রংপুর জেলা সদরের হাসানপুর গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে আলামীন (২৭) ও বগুড়ার শিবগঞ্জ থানার রোহা চরপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে খোকন আকন্দ (২৭)।