সুদের টাকা পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দাবি, প্রাণনাশের হুমকি

জাগো নিউজ ২৪ সাঘাটা প্রকাশিত: ০৯ আগস্ট ২০২১, ০৯:২৭

গাইবান্ধার সাঘাটায় সুদ-আসলসহ সম্পূর্ণ টাকা পরিশোধের পরও স্বাক্ষর জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে অতিরিক্ত টাকা সুদ দাবির অভিযোগ উঠেছে এক দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। এমন অভিযোগ তুলেছেন উপজেলার জুমারবাড়ী ডা. আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রেজাউল করিম।


তিনি বলেন, ঋণ ও সুদের ৬৫ লাখ টাকা পরিশোধ করার পরও স্বাক্ষর জাল ও ভুয়া কাগজপত্র তৈরি করে ৯৩ লাখ টাকা সুদ দাবি করেছেন উপজেলার আমদিরপাড়া গ্রামের নবীর হোসেন ঝালুর ছেলে দাদন ব্যবসায়ী আশিদুল ইসলাম। এজন্য বিভিন্ন সময় তাকে মারধর ও প্রাণনাশের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও