রাজনীতিকেন্দ্রিক ব্যক্তি-গোষ্ঠীর সমীকরণ
রাজনীতির অর্জন-অনার্জন-বিসর্জন এসব বিষয় প্রাসঙ্গিক কারণেই ফিরে ফিরে আলোচনায় আসে। স্বাধীন বাংলাদেশে তো বটেই, স্বাধীনতা-পূর্ব কিংবা এরও আগে আমাদের এই ভূখণ্ডের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনীতিকেন্দ্রিক নানা রকম কূটকৌশল কিংবা সুবিধা-ফায়দালাভের বিষয় আলোচনা-পর্যালোচনায় বিভিন্নভাবেই এসেছে। এ থেকে আমাদের যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে তা প্রীতিকর নয়। রাজনীতিতে গজিয়ে ওঠা ভুঁইফোঁড় সংগঠন এখন সংগতই আলোচনার বাড়তি খোরাক জোগায়। রাজনীতির যে সংজ্ঞা-সূত্র; এর সঙ্গে এসব বিষয় স্পষ্টত সাংঘর্ষিক; একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত।