অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে ৭টি গন্তব্যে ৩০টি ফ্লাইট পরিচালনার সময়সূচি ঘোষণা করেছে। করোনাকালীন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।