দিনাজপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুরের ধানক্ষেত থেকে কার্তিক কিসকু (৪৫) নামের এক আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার দুপুরে হাকিমপুর উপজেলার বৈগ্রাম রাস্তা থেকে ২০০ গজ দক্ষিণে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।মৃত কার্তিক কিসকু হাকিমপুর উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়া এলাকার মৃত নগেন কিসকুর ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, হাকিমপুরের বৈগ্রাম রাস্তার পাশে ধানক্ষেতে একটি লাশ পরে আছে স্থানীয়দের এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- ময়নাতদন্ত
- ধানক্ষেত