লকডাউনের ষোড়শ দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৪২
করোনাভাইরাস নিয়ন্ত্রণের লকডাউনের ষেড়শ দিনে ঢাকায় ‘অপ্রয়োজনে’ বের হওয়ার অভিযোগে ৩৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, শনিবার ঢাকা শহরের বিভিন্ন স্থানে ৩৪২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭১ জনকে মোট ৪৮ হাজার ৪৫০ টাকা জরিমানাও করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ এদিন ৪৯২টি গাড়িকে ১০ লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম।