![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fas-20210807172135.jpg)
ব্রাজিল-স্পেন ফাইনাল কখন কোথায় দেখবেন
আর মাত্র কিছুক্ষণ। তারপরই অলিম্পিক ফুটবলে সোনার লড়াইয়ে নামছে দুই বড় দল ব্রাজিল আর স্পেন। ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (শনিবার) ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।
দুই দলের ফুটবলভক্তদের জন্য সুখবর হলো, উপভোগ্য এই ম্যাচটি টিভি এবং অনলাইন দুই মাধ্যমেই সরাসরি দেখতে পারবেন তারা। টিভিতে দেখা যাবে সনি টেন টু ও পিটিভি স্পোর্টসে। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে সনি লাইভ ও টফি অ্যাপ।
- ট্যাগ:
- খেলা
- ফাইনাল
- ফাইনাল খেলা