You have reached your daily news limit

Please log in to continue


করোনায় বিপর্যস্ত উচ্চশিক্ষা, উত্তরণ ‘সম্ভব’ বলছেন শিক্ষাবিদরা

মহামারি করোনার ভয়াল থাবায় ৫০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। এরপরও অনলাইনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিন্তু নানা প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তায় দিনদিন যেন আরও শোচনীয় হচ্ছে শিক্ষা খাত। উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ার শঙ্কায় আছেন শত শত শিক্ষার্থী। এসব বিষয়ে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়পর্যায়ের প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম ক্যাম্পাসকেন্দ্রিক সশরীরে পরিচালিত হয়েছে। তবে হঠাৎ করোনার প্রাদুর্ভাব সবকিছু ওলট-পালট করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনলাইন শিক্ষাকার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে সেটিও পুরোপুরি সফল হচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন