শ্যাম বাউলের আখড়া

সমকাল আবু সালেহ আহমদ প্রকাশিত: ০৭ আগস্ট ২০২১, ১১:০১

ঐতিহাসিক শ্যাম বাউলের আখড়াটি হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে শ্যাম বাউল রামকৃষ্ণ গোস্বামীর সঙ্গে ঘুরে শিষ্যত্ব ও আধ্যাত্মিকতা লাভ করে নিজ বাড়ি যাত্রাপাশায় এসে যে আখড়াটি স্থাপন করেছিলেন, তা-ই বর্তমানে শ্যাম বাউলের আখড়া নামে পরিচিত। আখড়াবাড়ির সামনেই রয়েছে সমাধি মন্দির। মণ্ডপ ঘরের পেছনে রয়েছে মূল আখড়ার দুটি ঘর। এই আখড়ার বর্তমান কর্ণধার বাসুদেব বৈষ্ণবের মতে, সম্ভবত একটি আখড়া নির্মাণ করা হয় গুরু রামকৃষ্ণ স্মরণে, অন্যটি শ্যাম বাউলের সমাধি মন্দির। এই আখড়াটি খুবই দৃষ্টিনন্দন এবং প্রতিদিন সেখানে অনেক ভক্তের সমাগম ঘটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও