মিয়ানমারে জঙ্গলে ৪০টি মরদেহ
১ ফেব্রুয়ারি সামরিক জান্তা ক্ষমতা দখলের পর দেশটিতে কয়েকশ’ বিক্ষোভকারী সামরিক বাহিনীর দমন-পীড়নে নিহত হয়েছেন৷ সাম্প্রতিক মাসগুলোতে কানি শহরে সামরিক বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা একটি মিলিশিয়া গ্রুপের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটে৷ গত কয়েক সপ্তাহে সেখানকার বেশ কিছু জায়গা থেকে ৪০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি মিলিশিয়া গ্রুপটির এক সদস্যের৷ তাদের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলেও দাবি করেন তিনি৷ সুচি সরকারের নিযুক্ত জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোই তুন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেসকেও মঙ্গলবার চিঠিতে এই তথ্য জানান৷ তিনি লিখেছেন, গত জুলাইতে তিনটি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে৷