You have reached your daily news limit

Please log in to continue


অলিম্পিক কমিটির ভাবনায় নয়, হিরোশিমা আছে মানুষের হৃদয়ে

জাপানে এখন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও চলছে অলিম্পিকের ডামাডোল। এ ডামাডোল অনেকটাই যেন আড়ালে চলতে থাকা উচ্ছ্বাস। ভাইরাসের সংক্রমণ দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগের সুযোগ থেকে বঞ্চিত করলেও স্বাগতিক জাপান এখন পর্যন্ত প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া সাফল্য দেখিয়ে যেতে থাকায় দেশটিতে অনেকেই এতে উৎফুল্ল এবং ঘরে বসে টেলিভিশনের পর্দায় অলিম্পিকের নানা রকম প্রতিযোগিতা অনেকেই প্রতিদিন দেখছেন।

অলিম্পিক ৫৭ বছরের বিরতির পর আবারও টোকিওতে ফিরে এলেও আগস্ট মাসের শুরুর দিকের ভিন্ন দুটি দিন অন্য এক কারণে জাপানে নিয়মিতভাবে পালন করা হয়। ৭৬ বছর আগে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরকে আণবিক বোমা হামলার শিকার হতে হয়েছিল। নৃশংস সেই হামলায় তাৎক্ষণিক মৃত্যু সম্মিলিতভাবে দুই লাখ ছাড়িয়ে গেলেও তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ থেকে মানুষের অসুস্থ হয়ে পড়া এর পরেও দীর্ঘ সময় ধরে চলতে থাকায় সে সময়ে যাঁরা মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় ছিলেন, তাঁদের অনেকেও পরে দীর্ঘকালীন অসুস্থতায় ভুগেছেন। এ ছাড়া বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া মানুষের মধ্যে যাঁরা এখনো জীবিত, তাঁদের নানা রকম শারীরিক অসুস্থতায় প্রতিনিয়ত ভুগতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন