![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/08/05/image-265222-1628175252.jpg)
দুর্ঘটনায় জার্মান কিংবদন্তি মাইকেল বালাকের ছেলের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক মাইকেল বালাকের ছেলে এমিলিও বালাক। বুধবার (৪ আগস্ট) পর্তুগালের লিসবনে স্থানীয় সময় রাত দুইটায় কোয়াড বাইক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।